Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

 

 

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ

 

 

প্রকল্পের নাম :

 

 

প্রকল্পের উদ্দেশ্য :

ন্যশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট

* কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রযুক্তি ব্যবস্থা শক্তিশালীকরণ

   এবং গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে যোগসূত্র সুদৃঢ়করণ।

* ফসল, মৎস্য ও পশুপালন কর্যক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Common

   Interest Group (CIG) গঠনের মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করে

   নীতিনির্ধারণ পর্যায়ে প্রতিফলন; এবং

* উচ্চ মূল্যসম্পন্ন পণ্যের সংগ্রহোত্তর মূল্য সংযোজন ও বাজার ব্যবস্থার উন্নয়নের

   মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি।

 

চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্প

* উচ্চ ফলনশীল ধান, গম ও পাট বীজের ঘাটতি পূরণ ।

* অধিক হারে উন্নতমানের বীজ উৎপাদন কারী কৃষক সৃষ্টি করা।

* মাঠ পর্যায়ে সময় মত বীজ বপন/রোপন নিশ্চিত করা।

* বজি প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে মহিলাদের অংশ গ্রহণ বৃদ্ধি করে  

   দারিদ্র বিমোচনে সহায়তা করা।

* পরিবেশের ভারসাম্যতা সংরক্ষণের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার ব্যাপক

   সম্প্রসারণ করে বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা।

চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্প

* উচ্চ ফলনশীল ডাল, তেল ও পেঁয়াজ বীজের ঘাটতি পূরণ ।

* অধিক হারে উন্নতমানের বীজ উৎপাদন কারী কৃষক সৃষ্টি করা।

* মাঠ পর্যায়ে সময় মত বীজ বপন নিশ্চিত করা।

* পরিবেশের ভারসাম্যতা সংরক্ষণের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার ব্যাপক

   সম্প্রসারণ করে বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা।

খামার যান্ত্রীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্প

* ভর্তুকী মূল্যে কৃষি উপকরণ কৃষকদেরকে ক্রয়ের সুযোগ করে দেওয়া।

* কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করা।

* সময়ের সাশ্রয় করা।

* উৎপাদন খরচ কমানো।

* সল্পসময়ে অল্প খরচে অধিক ফলন নিশ্চিত করা।

এ, ই, সি প্রকল্প

* পরিবেশ বান্ধব উপায়ে ফসল উৎপাদন

* আনুপাতিক হারে ফসল উৎপাদন ব্যয় কমানো।

* যথা সম্ভব কীটনাশক ব্যবহার না কর।

* ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের আর্থ সামাজিক মান উন্নয়ন।

* কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষন গ্রহন করে ফসল উৎপাদনে করণীয় বিষয়ে নিজের      সিদ্ধান্ত নিজে গ্রহন করার আত্ববিশ্বাস অর্জন করা।

মাটির সাস্থসুরক্ষায় জৈবসার উৎপাদন ও ব্যবহার কর্মসুচি

* মাটির সাস্থসুরক্ষা কল্পে ও উৎপাদিকা শক্তি বারানোর  জন্য জৈব সার বিশেষত

   কম্পোষ্ট, খামারজাত সার এবং সবুজ সার উৎপাদন ও ব্যবহারের জন্য কৃসকদের

   মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন।

* কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা কল্পে ও উৎপাদিকা শক্তি বাড়ানোর নিমিত্তে

   সুশিক্ষিত করে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান।

* সর্বোপরি মাটির উরবরতা বৃদ্ধি করে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের

   আর্থসামাজিক উন্নয়ন করা।